আলিপুরদুয়ার হাইওয়েতে টোটো দুর্ঘটনা বাড়লেও নিয়ন্ত্রণ নেই প্রশাসনের

author-image
Harmeet
New Update
আলিপুরদুয়ার হাইওয়েতে টোটো দুর্ঘটনা বাড়লেও নিয়ন্ত্রণ নেই প্রশাসনের

​সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারের হাইওয়েতে টোটো দুর্ঘটনা বাড়লেও নিয়ন্ত্রণ নেই প্রশাসনের।হাইওয়েতে যাত্রী পরিবহণ করতে গিয়ে একের পর এক দুর্ঘটনার কবলে পড়ছে টোটো। গত ১১ অগাস্ট মাদারিহাটের সুভাষনগরের কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে ছোট গাড়ি ও টোটোর ধাক্কায় মৃত্যু হয় চালকের। এরপরও এশিয়ান হাইওয়েতে টোটো চলাচল বন্ধ হয়নি। বিষয়টি স্বীকার করেছে টোটো চালকদের সংগঠনও। পুলিশ সূত্রে খবর, এর আগে টোটো চালকদের এই বিষয়ে সতর্ক করা হলেও ফের হাইওয়েতে বেড়েছে টোটো চলাচল। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, বীরপাড়া, ফালাকাটা থানা এলাকায় রাজ্য সড়ক এবং এশিয়ান হাইওয়েতে টোটো অবাধে চলছে। এর আগে একের পর এক দুর্ঘটনাও ঘটেছে। এথেলবাড়ি, শিশুবাড়ি, রাঙ্গালিবাজনায় এশিয়ান হাইওয়েতে গাড়ির ধাক্কায় টোটোচালক ও যাত্রীদের আহত হওয়ার ঘটনা অনেকবার ঘটেছে। বীরপাড়া চৌপথির কাছে টোটোকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায় বাস। ফালাকাটা মাদারিহাট রোডে দুর্ঘটনার জেরে টোটোয় আগুন ধরে যাওয়ার ঘটনাও ঘটে। এরপরও হুঁশ ফেরেনি প্রশাসনের।