সামনে দুর্গাপুজো, বরাত না-পাওয়ায় অবস্থান বিক্ষোভ

author-image
Harmeet
New Update
সামনে দুর্গাপুজো, বরাত না-পাওয়ায় অবস্থান বিক্ষোভ

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: দুর্গাপূজার আগে বরাত না-পাওয়ায় অবস্থান বিক্ষোভে সামিল হল দার্জিলিং জেলার ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । বাকি হাতে গোনা কয়েকটা দিন। এখনও কাজের বরাত পাননি ডেকোরেটরদের একটি বড় অংশ। এই পরিস্থিতিতে সোমবার শিলিগুড়ির গান্ধি মূর্তির পাদদেশে অবস্থানে বসল দার্জিলিং ডিস্ট্রিক্ট ডেকোরেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের দায়িত্বে থাকা বাসবেন্দ্র রায় জানান, 'চরম দুর্দশার মধ্যে রয়েছেন ডেকোরেটররা। তার ওপর ১৮ শতাংশের বেশি জিএসটি লাগু করা হয়েছে। অবিলম্বে জিএসটি ৫ শতাংশে নামিয়ে আনা, ডেকোরেটরদের দীর্ঘদিনের বকেয়া মেটানো সহ বিভিন্ন দাবি জানানো হয়েছে।'