New Update
/anm-bengali/media/post_banners/d3AqFVmPu6o8Qno3CKRz.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ কাঁকসার বনকাটির সাতকাহানিয়ায় অজয় নদে অবৈধভাবে বালিঘাট চালানো এবং অবৈধ বালি মজুদ রাখার অভিযোগে কুলটির নিয়ামতপুর থেকে কুলটি পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অজয় প্রতাপ সিংকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। রবিবার নিয়ামতপুর থেকে অভিযুক্ত অজয় প্রতাপ সিংকে গ্রেফতার করে। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশি হেফাজত চেয়ে। অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের কাঁকসার বনকাটি পঞ্চায়েতের সতকাহানিয়া এলাকায় অজয় নদে অবৈধ বালিঘাট ছিল এবং অবৈধভাবে বালি পাচার করত বলে অভিযোগ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us