বানভাসি কলকাতা

author-image
Harmeet
New Update
বানভাসি কলকাতা

নিজস্ব সংবাদদাতাঃ বিলাসবহুল এলাকা হোক বা আপনার নিজস্ব বাংলো, জল যন্ত্রণা ভোগ করতেই হবে।  নোংরা জল ঢুকতে বাধ্য আপনার বাড়িতেও। রাতভর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জেরে জলমগ্ন গোটা দক্ষিণবঙ্গ। মুষলধারে বৃষ্টি হয়েছে কলকাতাতেও। কলকাতার বহু এলাকা জলমগ্ন। বহু বাড়িতেও ঢুকেছে জল। এএনএম নিউজ আপনাদের সল্টলেক এলাকার কিছু ছবি দেখাবে। দেখে নিন সেই ছবি।