বিশেষ জার্সিতে বুমরা

author-image
Harmeet
New Update
বিশেষ জার্সিতে বুমরা

 নিজস্ব সংবাদদাতাঃ

আইপিএলে নজির গড়লেন যশপ্রীত বুমরা। খেলে ফেললেন সেঞ্চুরি ম্যাচ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে বুমরার শততম ম্যাচ। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে স্পেশ্যাল জার্সি পরে মাঠে নামলেন আমদাবাদের পেসার। যে জার্সির পিছনে জ্বলজ্বল করছিল ১০০ নম্বর।


তবে মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে শততম ম্যাচে সুখের অভিজ্ঞতা হল না বুমরার। কারণ, চেন্নাই সুপার কিংসের কাছে ২০ রানে ম্যাচ হারতে হল তাঁদের। আইপিএলে ১০০টি ম্যাচে ১১৭টি উইকেট নিয়েছেন বুমরা। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে তাঁর ইকনমি রেট, ওভার প্রতি মাত্র ৭.৪০ রান করে খরচ করেছেন বুমরা।