কেলেঘাই নদীর জল গ্রাস করেছে ভগবানপুরকে

author-image
Harmeet
New Update
কেলেঘাই নদীর জল গ্রাস করেছে ভগবানপুরকে

দিগবিজয় মাহালিঃ  হু হু করে এলাকায় ঢুকছে বাঁধ ভাঙ্গা কেলেঘাই নদীর জল । চুপিসারে গ্রাস করে চলেছে গ্রামের পর গ্রাম। পরের পর ডুবছে বসতবাড়ি,রাস্তাঘাট। ঘরের মধ্যে ঢুকেছে নদীর জল, গিলে খেয়েছে শোয়ার ঘর থেকে শুরু করে রান্নাঘর। অসহায় মানুষের বসবাস এখন জলেই। এ যেন ডাঙায় বাস করে কুমিরের সাথে লড়াই। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের ভীমেশ্বরী, বাড় ভগবানপুর সহ একাধিক এলাকা কার্যত কেলেঘাই নদীর জলের তলায়। অনেকেই আশ্রয় নিয়েছে স্কুলে কেউ বা পাটা ফেলে ঘরের মধ্যেই থাকছে বাধ্য হয়ে। এলাকার বানভাসী মানুষ আতঙ্কে ভুলে গিয়েছেন খাওয়া দাওয়া। কেউ কেউ নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে বাস করতে বাধ্য হচ্ছেন। তবু সহযোগীতার হাত বাড়ায়নি কেউ। জলের মধ্যে দাঁড়িয়েই রান্না করতে হচ্ছে তাঁদের। কেউ কেউ আঙ্গুল তুলছে প্রশাসনিক ব্যর্থতায়। কেলেঘাই নদীর বাঁধ যদি ঠিক মতো মেরামত করা হোতো তবে হয়তো বাঁধ ভাঙতো না। আতঙ্কের মধ্যেই থাকতে হচ্ছে ভগবানপুরের বানভাসী মানুষদের। তবে তাঁর মাঝে দেখা গেল ভিন্ন চিত্র!
শয়ে শয়ে মানুষ উৎফুল্ল হয়ে মাছ ধরতে নেমেই পড়লেন জাল নিয়ে। বন্যার জলে মাছ ধরার ছবি দেখা গেল চোখে পড়ার মতো।