​নিজস্ব সংবাদদাতাঃ ৭২'তম শারদ উৎসব পালন করতে চলেছে কসবা তাল বাগানের বোসপুকুর শীতলা মন্দির। এবারের থিম 'টান'। হুঁকোর আকৃতিতে গড়ে উঠছে প্যান্ডেল। রুপোর কলকে দিয়ে করা হচ্ছে খোলা প্যান্ডেল। যাতে প্যান্ডেলে প্রবেশ না করে দূর থেকেই পাওয়া যায় মায়ের দর্শন।