​নিজস্ব সংবাদদাতাঃ কোভিড স্বাস্থ্যবিধি মাথায় রেখেই কসবার বোসপুকুর তালবাগান দুর্গা পুজোর প্যান্ডেলের স্থান পরিবর্তন করা হয়েছে। রাস্তার কাছাকাছি সরিয়ে আনা হয়েছে প্যান্ডেল। যাতে দর্শকগন রাস্তা থেকেই মায়ের দর্শন করতে পারেন। প্যান্ডেলে ঢোকার জন্যে মুখে মাস্ক থাকা আবশ্যিক। যাদের মুখে মাস্ক থাকবে না তাদের জন্যে মাস্ক দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে কমিটির পক্ষ থেকে।