​সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ ফের ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হলো চিনা নাগরিক।ধৃত চিনা নাগরিকের নাম লোসাং লাইমা।জানাগিয়েছে গোপন সূত্রের খবর পেয়ে শিলিগুড়ির পানিট্যাংকির এস.এস.বির ৪১ নং ব্যাটালিয়নের জোয়ানরা পানিট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে এই চিনা নাগরিককে।ধৃত চিনা নাগরিকের কাছ থেকে ভারতীয় আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, প্যান কার্ড সবটাই উদ্ধার করে জোয়ানরা। এছাড়াও নেপাল, চিনের মুদ্রা উদ্ধার করে।আইনি প্রক্রিয়া সম্পুর্ণ হয়ে যাওয়ার পর জোয়ানরা খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।