দুর্গাপুজো ২০২১ঃ বোসপুকুর তালবাগানের এবারের থিম 'হাল'

author-image
Harmeet
New Update
দুর্গাপুজো ২০২১ঃ বোসপুকুর তালবাগানের এবারের থিম 'হাল'

​নিজস্ব সংবাদদাতাঃ কসবা বোসপুকুর তালবাগানের এইবছর ৩০'তম দুর্গা পুজোর থিম 'হাল'। সারা দেশ জুড়ে সংগঠিত হওয়া কৃষক আন্দোলনকে বিচারে রেখেই এই অভিনব থিমের পরিকল্পনা করেছে বোসপুকুর তালবাগান পুজো কমিটি। বিগত ১৩ বছরের মত এবারেও বিশেষ অতিথি হয়ে আসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।