New Update
/anm-bengali/media/post_banners/U6JydWkWNGLpjCbplQQr.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ "বাঘের মতো বসে আছি শিকারের অপেক্ষায়। বিশ্বভারতী খুললেই বুঝিয়ে দেব।" আবারও হুঁশিয়ারির সুরে কথা বললেন অনুব্রত মণ্ডল। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সহ তিনি কটাক্ষ করে বলেন বিশ্ববিদ্যালয়ে প্রচুর জঞ্জাল জমেছে পড়ুয়া সহ তা পরিস্কার করতে হবে। তবে এ নিয়ে বিশ্বভারতী কতৃপক্ষের কোনো মতামত মেলেনি। এদিকে বিদ্যুৎ চক্রবর্তী নাম না করে পাল্টা কটাক্ষ করে অনুব্রত মণ্ডল কে বাহুবলী বলেন। ভিডিও ভাইরাল হওয়ায় উপাচার্যকে ফের কটাক্ষ করেন জেলা সভাপতি যে," ওঁর অত সাহস হয়নি আমার নাম করে বলার। উনি একটা পাগল লোক নিজের বাড়ির চুরি সামলাতে পারছেন না। যখন বোলপুর ছেড়ে যাবেন সবকিছু তাঁর বাড়ি থেকেই উদ্ধার হবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us