ডেবরায় ধান জমি থেকে মৃতদেহ উদ্ধার

author-image
Harmeet
New Update
ডেবরায় ধান জমি থেকে মৃতদেহ উদ্ধার

দিগবিজ মাহালি,পশ্চিম মেদিনীপুর : ফের ধান জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে  চাঞ্চল্য ছড়াল ডেবরা এলাকায়। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩নং সত্যপুর অঞ্চলের সরঞ্জা এলাকায় ধানের জমি থেকে মৃতদেহটি উদ্ধার হয়। জানা গেছে, মৃতের নাম শংকর মান্ডি, বয়স ৩৬ । বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন এই ব্যক্তি। পাশাপাশি লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন ছিল এলাকা। জল কমতেই ধান জমিতে মৃতদেহটিকে দেখতে পান স্থানীয়রা। পরে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান ময়নাতদন্তের জন্য। এই নিয়ে ডেবরা এবং সবং এলাকায় বৃষ্টির জেরে মৃত্যু হল এক শিশুসহ মোট ৫ জনের।