New Update
/anm-bengali/media/post_banners/1US2QA4FNKYN9c98eOsn.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজব সমস্যায় ভুগছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। শীঘ্রই রুপোলি পর্দায় আসতে চলেছে তৃণমূল বিধায়কের জীবন। আগেই জানা গিয়েছিল, টলিউডের দুই পরিচালক রাজা চন্দ এবং রাজর্ষি দে তাঁর জীবনীচিত্র তৈরি করতে চলেছেন। তিনি বলেন, "একটা দারুণ খবর দিই, আমার থিম সঙ গাইবার জন্য আজ নচিকেতা নিজের থেকে অফার দিয়েছে।" তিনি আরও জানান, 'আমার বায়োপিক নিয়ে শাশ্বতর সঙ্গে চার ঘণ্টা কথা হয়েছে। ঠিক হয়েছে, আমার নেতিবাচক দিকগুলিও তুলে ধরা হবে। যদিও এখনও অবধি নায়িকা কে হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। খোঁজ চলছে নায়িকারও। মদনবাবুর বক্তব্য, "একটাই সমস্যা হচ্ছে যে, নায়িকাটা ঠিক করা যাচ্ছে না।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us