সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর: চারিদিকে আবর্জনার স্তূপ। জাতীয় সড়ক থেকে শুরু করে, ডিভাইডারের উপর এমনকি স্কুলের সামনেও। স্বাভাবিক ভাবেই প্রান ওষ্ঠাগত উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে। চোপড়া গ্রাম পঞ্চায়েতে মুখ থুবড়ে পড়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। নেই কোনও ডাম্পিং গ্রাউন্ড। ফলে আবর্জনা ফেলা নিয়ে সমস্যায় পড়েছে চোপড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। রাতে চুপিসারে জাতীয় সড়কের ধারে, স্কুলের সামনে আবর্জনা জমা করা শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। চোপড়ার দিঘি কলোনী এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু হয়। এখানে আবর্জনা বাছাই করে জৈব সার উৎপাদন করা হত। তবে, পরিচালনার অভাবে গত তিন বছর ধরে কাজ বন্ধ রয়েছে। ক্ষোভ বাড়ছে বিভিন্ন মহলে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, উৎপন্ন জৈব সার বিক্রি করে প্রকল্প চালু রাখা সম্ভব হয়ে উঠেনি। অবশেষে ২০১৯ সাল থেকে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। চোপড়া পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু রাখার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ ব্যাপারে টেন্ডারের মাধ্যমে একটি সংগঠনকে ওয়ার্ক অর্ডার পর্যন্ত দেওয়া হয়। কিন্তু তারা পরে পিছিয়ে যায়। কিভাবে কাজ শুরু করা যায় চিন্তাভাবনা চলছে। এখন সদর চোপড়ার যেখানে সেখানে অবাধে আবর্জনা ফেলা হচ্ছে।