​নিজস্ব সংবাদদাতাঃ জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস শুক্রবার নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থীকে 'সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস'এর (এসডিজি) অ্যাডভোকেট হিসেবে নিয়োগ করেছেন। জাতিসংঘের ৭৬'তম সাধারণ পরিষদ শুরুর আগেই এই নিয়োগ কার্য সম্পন্ন করেছেন আন্তোনিও।