​নিজস্ব সংবাদদাতাঃ মুম্বই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দাউদ ইব্রাহিমের এক সহযোগীকে গ্রেফতার করেছে। আজিম ভাউ ওরফে মোহাম্মদ আজিম আবু সালিম নামে ওই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি এবং মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এনসিবি সূত্রে জানা গিয়েছে, ওই অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকেই বেশ কয়েকটি থানায় চাঁদাবাজি ও ডাকাতির মামলা দায়ের করা আছে।