উত্তরবঙ্গ পুলিশের কাছে আইপিএস অফিসারদের বিবাদের রিপোর্ট চাওয়া হয়েছে

author-image
Harmeet
New Update
উত্তরবঙ্গ পুলিশের কাছে আইপিএস অফিসারদের বিবাদের রিপোর্ট চাওয়া হয়েছে

​নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের পুলিশের ডিরেক্টর জেনারেল মনোজ মালব্য আইপিএস অফিসারদের মধ্যে বিবাদের বিষয়ে রিপোর্ট চেয়েছেন উত্তর বঙ্গের পুলিশের কাছ থেকে। এই বিষয়ে এএনএম নিউজ সূত্র মারফৎ প্রথম জানতে পেরেছে,  জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ই আনাপ্পা দুই এসপির বিরুদ্ধে অবৈধ কার্যকলাপে উৎসাহ দেওয়ার অভিযোগ এনেছেন। সূত্র আরও জানিয়েছে যে, দুই এসপি ও উভয় সিনিয়র আইপিএস অফিসার ই আনাপ্পার এই 'অযাচিত' এবং 'অযথা' হস্তক্ষেপের তীব্র আপত্তি জানিয়েছে।