নিজস্ব সংবাদদাতাঃ আজ প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সকলেই নরেন্দ মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে সেই তালিকা থেকে নিজেকে বাদ রাখলেন তারকা সাংসদ নুসরত জাহান। মোদীর জন্মদিনকে সরাসরি 'জাতীয় জুমলা দিবস' বলে কটাক্ষ করলেন নুসরত জাহান। টুইট করে এই মন্তব্য করেন অভিনেত্রী। আরও একধাপ এগিয়ে তিনি জানান, মোদী যাতে তাঁর গিমিক ত্যাগ করে কোটি কোটি মানুষের উন্নয়নের জন্য কাজ করেন।