কৃষি আইনের বর্ষপূর্তি, বৃহত্তর আন্দোলনের ডাক কৃষকদের, বন্ধ দিল্লি সীমানা

author-image
Harmeet
New Update
কৃষি আইনের বর্ষপূর্তি, বৃহত্তর আন্দোলনের ডাক কৃষকদের, বন্ধ দিল্লি সীমানা

নিজস্ব সংবাদদাতাঃ আজ থেকে ঠিক ১ বছর আগে কৃষি আইন পাশ করিয়েছিল কেন্দ্র। কেন্দ্রের আনা তিন কৃষি আইনে-র বর্ষপূর্তিতেও প্রতিবাদে পঞ্জাবের কৃষকরা। শুক্রবার শিরোমণি আকালি দলের নেতৃত্বে এ দিন “ব্ল্যাক ফ্রাইডে” হিসাবে ঘোষণা করা হয়েছে এবং দিল্লিতে প্রতিবাদ মিছিল বের করার পরিকল্পনা রয়েছে। এ দিকে, অশান্তির আশঙ্কায় ইতিমধ্যেই দিল্লি সীমানা-গুলি ঘিরে ফেলা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে রাকাবগঞ্জ সাহিব গুরুদ্বারও।