৫১ বছর পর হলদিয়া বন্দরে প্রথম এল বড় জাহাজ

author-image
Harmeet
New Update
৫১ বছর পর হলদিয়া বন্দরে প্রথম এল বড় জাহাজ

" target="">
নিউজ ডেস্ক, হলদিয়াঃ দীর্ঘ ৫১ বছরের ইতিহাসকে ছাপিয়ে গেল হলদিয়া বন্দর। হলদিয়া বন্দরে এসে পৌঁছাল ৬৬ হাজার মেট্রিক টনের বড় জাহাজ। হলদিয়া বন্দরের ইতিহাস বলছে, আগে এত বড় জাহাজ গত ৫১ বছরে আসেনি। জানা গেছে ওই জাহাজের নাম মনরুভিয়া। জাহাজের মধ্যে রয়েছে ৬৬ হাজার মেট্রিক টন পণ্য সামগ্রী। এই ধরনের আবহাওয়াতে অন্য কোন বন্দরে এত বড় জাহাজ আগে কোওনদিন ঢোকেনি। হলদিয়া বন্দর ইতিমধ্যে এত বড় ধরনের জাহাজ ঢুকে যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

" target="">