​নিজস্ব সংবাদদাতাঃ উত্তর বঙ্গের আইপিএস অফিসারদের মধ্যে অভূতপূর্ব হতাশার লড়াই শুরু হয়েছে। জলপাইগুড়ি রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, অনাপ্পা রাজ্য স্বরাষ্ট্র বিভাগের কাছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির এসপিদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই আইপিএস অফিসারের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ এনেছেন আনাপ্পা। ঘটনাচক্রে, ভোটের আগে রাজনৈতিক প্রচারের জন্য ডায়মন্ড হারবারে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পরে হারবারের এসপি ভোলানাথ পাণ্ডে বিজেপির নজরে ছিলেন। পরবর্তীকালে তাকে বরখাস্ত করা হলেও এসপি হিসাবে তাকে আবার পুনর্বাসিত করা হয়েছিল। এএনএম নিউজ আরও জানতে পেরেছে যে দুই এসপি দুর্নীতির অভিযোগও এনেছে ডিআইজির বিরুদ্ধে। সূত্র জানিয়েছে যে ডিআইজি এবং দুই এসপি গত দুই সপ্তাহ ধরে সুসম্পর্কে নেই।