/anm-bengali/media/post_banners/ADq3lb2109Ifn41aEHZ0.jpg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ বিজেপি কর্মীকে খুনের অভিযোগে সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন তৃণমূল নেতা ও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। শেখ সুফিয়ানকে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। বিধানসভা ভোটের পর বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর এই ঘটনার তদন্তে একাধিকবার উঠে এসেছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের নাম, এমনই খবর সিবিআই সূত্রের। ৩রা মে নন্দীগ্রামে বিজেপি কর্মীর উপর হামলার ঘটনা ঘটে। ১৩ মে কলকাতায় মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, তখন দেবব্রতর পরিবারের সদস্যরা বলেন, “আপনারা তো চলে যাবেন, তারপর আমাদের নিরাপত্তার কী হবে? ওদের নাম বললে, ওরা আমাদের ক্ষতি করবে।“ তখন সিবিআই আধিকারিকরা তাঁদের বলেন, 'আপনারা নির্ভয়ে বলুন, আপনাদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হবে।' এরপর সিবিআই-এর নির্দেশে দেবব্রতর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়। আর এই পুলিশি নিরাপত্তা খুশি দেবব্রতর পরিবারের সদস্যরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us