New Update
/anm-bengali/media/post_banners/qq17npdlN1jcWe1EQUpS.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল। জানা গিয়েছে, এদিন চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলতে হুগলির পাণ্ডুয়া হাসপাতালে গিয়েছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু হাসপাতালে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সূত্রের খবর, এই বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সম্প্রতি পাণ্ডুয়া হাসপাতালে ডা. শিবশঙ্কর রায়কে নিগ্রহের অভিযোগ উঠেছিল এক রোগীর পরিবারের বিরুদ্ধে। এরপরেই নিগ্রহের ঘটনায় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলতে হাসপাতালে যান লকেট। সূত্রের খবর, হাসপাতালে প্রবেশের মুখেই জি টি রোডে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us