রাহুল পাসোয়ান ,আসানসোলঃ আসানসোল উত্তর থানার অন্তর্গত সুগম পার্ক এলাকায় বহুতল আবাসনে ই সি এল আধিকারিকের বাড়িতে হানা দেয় সি বি আই।সাতগ্রাম জিএম অভিজিত মল্লিকের ফ্লাটে সিবিআই হানা।কয়লা কান্ডে এই হানা বলে প্রাথমিক ধারনা।বৃহস্পতিবার সকালে অভিজিত্ মল্লিকের আসানসোলের ফ্লাটে হানা দেয় সিবিআই এর একটি দল।