New Update
/anm-bengali/media/post_banners/FlM4JTtMdbH2xyL3RMOd.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ
হিন্দু ধর্ম মতে বিয়ের সময় বা বিয়ের পর স্ত্রী তার স্বামীর পায়ে হাত দিয়ে স্বামীর আশীর্বাদ নেবে। সাধারণত এটাই হয়ে থাকে ভারতের গ্রাম শহর সর্বত্র। কেন আশীর্বাদ নেবে এবং শুধু মেয়েরাই কেন মাথা নত করবে এই বিষয়ে কেউ হয়তো কোনও দিন প্রশ্ন তোলেনি। তার থেকেও বড় বিষয় হল, মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছে এই দৃশ্য দেখে দেখে। তাই একটু অন্যরকম করাতেই ভাইরাল হল বিয়ের পর আশীর্বাদের দৃশ্য।
প্রাচীনকাল চলে আসা এই বিয়ের দিনে আশীর্বাদের নিয়ম অনেকেই মেনে চলতে ভালবাসে তাঁদের বিশেষ দিনে। কিন্তু কেউ কেউ ব্যতিক্রমও থাকে। সেই ব্যতিক্রমেই উঠে এল এক নবদম্পতি। পরস্পরকে শ্রদ্ধা জানিয়ে দুজনেই দুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করার ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us