New Update
/anm-bengali/media/post_banners/vtE1dLlPvvYK6Tq59EFz.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি:শিলিগুড়ির মহানন্দা নদীর মৌলিক নিরঞ্জন ছট পূজোর ঘাট পরিদর্শন করেন পৌরনিগমের চেয়ারম্যান গৌতম দেব। স্থায়ী সমস্যা সমাধানে পূজোর আগেভাগেই পৌরনিগম উদ্যোগ গ্রহণ করতে চলছে। জানা গিয়েছে, শিলিগুড়ির প্রচুর মানুষ এই ছট পূজো করে থাকে। স্বাভাবিক ভাবেই নদীর ঘাটগুলো সেজে ওঠে সেই সময়। বিগত কয়েক বছর ধরে নদীর ধারে বাঁধ দেওয়ায় খুবই সমস্যার মধ্যে পূজো করতে হয়েছে ভক্তদের। স্বাভাবিকভাবেই এবছর এই পূজো করার জন্য ঘাটে যাতে কোনোভাবে অসুবিধে না হয় সেজন্য স্থায়ী সমাধান করবে পৌরনিগম।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us