/anm-bengali/media/post_banners/hrdN0O6zrCGUhPe9sU5O.jpg)
সংবাদদাতা, অন্ডাল:ইসিএল বাঁকোলা এরিয়ার বিশ্বেশ্বরী খাঁদরা কোলিয়ারিতে ডি-ও লিফটিং নিয়ে গত কয়েক দিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্যের লড়াই চলছিল। পরিস্থিতি বিবেচনায় প্রশাসন ইসিএল ম্যানেজমেন্টকে চিঠি লিখেছিল সাত দিনের জন্য ডি-ও লোডিং বন্ধ রাখার জন্য। সূত্র মারফৎ জানা যায়, নরেশ রাম নামে এক ব্যক্তি খাঁদরা কোলিয়ারিতে ডিও-র কাজ করেন, যার কারণে স্থানীয় যুবকরা ক্ষুব্ধ, অন্যদিকে সুরজ পাসোয়ানের নেতৃত্বে স্থানীয় যুবকরা (500 টন) কয়লা লোডিংয়ের বরাতের জন্য কাগজ জমা দিয়েছিল, কিন্তু নরেশ রামের লোকজন সেই কাজে বাধা দেয়। যার কারণে দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় মঙ্গলবার বিকালে। উভয় পক্ষের লোকজন জড়ো হয় এলাকায়। পরিস্থিতির কারণে আপাতত ডিও-র লোডিংয়ের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।
স্থানীয় নীলকণ্ঠ তলার বাসিন্দা তথা তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সম্পাদক সুরজ পাসোয়ান বলেন, “কয়লার লোডিং অনুমোদন পায় সঞ্জু ভূইয়ার ও সঞ্জয় ধীবর নামে দুই ব্যক্তি। সেই মত আজ তারা কয়লা লোডিং করাতে গেলে নরেশ রামের লোকেরা বাধা দেয়। তা নিয়ে এদিন পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি সামান্য হয়। আপাতত বন্ধ রাখা হয় কয়লা লিফটিংয়ের কাজ।“ অভিযুক্ত নরেশ রামের সঙ্গে যোগাযোগ করা হলে, এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই বলে তিনি জানান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us