আলিপুরদুয়ার জেলা পরিষদে দল বদলু সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তৃণমূলের

author-image
New Update
আলিপুরদুয়ার জেলা পরিষদে দল বদলু সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তৃণমূলের

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলা পরিষদে দল বদলু সদস্য সদস্যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করল তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যাওয়া আলিপুরদুয়ার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদ্মা রায়কে সোমবার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সোমবার জেলা পরিষদের পূর্ত দফতরের স্থায়ী সমিতিতে অনাস্থা এনে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় জেলার রাজনৈতিক মহলে ব্যাপক সোরগোল পড়ে গিয়েছে। যদিও বিষয়টি নিয়ে এদিন পদ্মা রায়কে বার বার ফোন করা হলেও তিনি ফোন তোলেন নি। আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার বলেন, "পঞ্চায়েত আইন মেনে সোমবার স্থায়ী সমিতির বৈঠক ডেকে পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা এনে তাকে কর্মাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিন পুর্ত দফতরের স্থায়ী সমিতির ৫ স্থায়ী সদস্যের মধ্যে চার জনই পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে ভোট দান করেছেন। এদিন স্থায়ী সমিতির বৈঠকে পূর্ত কর্মাধ্যক্ষ নিজে উপস্থিত ছিলেন না। বাকি চার জনই তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। তবে কর্মাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দিলেও পদ্মা দেবী এখনও জেলা পরিষদের সদস্যা রয়েছেন। তার সদস্যপদ খারিজ হয়নি।" কিন্তু শুধু পদ থেকে সরিয়ে দিয়েই তৃণমূল কংগ্রেস যে চুপ থাকবেনা তা বোঝা গেছে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃদুল গোস্বামির বক্তব্যতে। এদিন মৃদুল গোস্বামি বলেন, " আমরা দল বদলু জেলা পরিষদের সদস্য সদস্যাদের সদস্যপদ খারিজের জন্য প্রক্রিয়া শুরু করেছি। সময় এলে সব সামনে আসবে।" উল্লেখ্য পদ থেকে সরানর আগে পদ্মা রায়ের বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়ে পঞ্চায়েত আইন মেনে জলপাইগুড়ির বিভাগিয় কমিশনারের কাছে অনাস্থার চিঠি দেন জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সদস্যরা। বিভাগীয় কমিশনার অনাস্থা বৈঠক ডাকার নির্দেশও দেন। কিন্তু ইতিমধ্যেই পদ্মা দেবী এই অনাস্থা বৈঠকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন। কিন্তু হাইকোর্ট সম্প্রতি অনাস্থা বৈঠকের পক্ষে রায় দেওয়াতেই সোমবার অনাস্থা বৈঠক ডেকে পদ্মা রায়কে পদচ্যুত করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনে আলিপুরদুয়ার জেলা পরিষদের ১৮ টি আসনের মধ্যে ১৭ টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। মাত্র একটি আসনে জয়লাভ করে বিজেপি।  বিধানসভা ভোটের আগে কালচিনি ব্লকের দুই জেলা পরিষদ সদস্য পাশাং ডিকি শেরপা ও পদ্মা রায় জেলা পরিষদের মেন্টর মোহন শর্মার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। ভোটের ফলাফলের পর পাশাং ডিকি শেরপা তৃণমূলে ফিরলেও মোহন শর্মা ও পদ্মা রায় তৃণমূল কংগ্রেসে এখনও ফেরেননি। সোমবার দুইজনকেই বার বার ফোন করা হলে কেউই ফোন তোলেননি।