New Update
/anm-bengali/media/post_banners/FaslMa3EEg6aKg7zANpU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চারদিকে মেঘের ঘনঘটা। ভোর থেকে দফায় দফায় বৃষ্টি। আর তার জেরেই গোটা কলকাতা সহ তৎসংলগ্ন এলাকা জলমগ্ন। থইথই করছে বড় রাস্তা। যানজটে থমকে কলকাতার জনজীবন।জল নামাতে খুলে দেওয়া হল ম্যানহোল। সেখান থেকেই ঘটে গেল নিউটাউনের শাপুরাজি এলাকায় দুর্ঘটনা। ম্যানহোলে আটকে গেলেন এক মহিলা। প্রায় আড়াই ঘণ্টা আটকে থাকার পর শেষে দমকলকর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us