New Update
/anm-bengali/media/post_banners/uJMHyoEsalpA7s1wrdRz.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর:সবং ব্লকের উচিতপুর এলাকায় সবং থানার পুলিশ গোপন সুত্র খবর পেয়ে বেশ কিছু দোকানে অবৈধ ভাবে রাখা মদ উদ্ধার করে। সবং এলাকায় বিভিন্ন পান দোকান,ফলের দোকানে অবৈধ ভাবে মদ বিক্রি হচ্ছে। এই খবর সবং থানার পুলিশের কাছে ছিল।তাই গোপন সুত্রে খবর পেয়েই ওই এলাকার দোকানগুলিতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় মদের বোতল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us