​নিজস্ব সংবাদদাতাঃ অ্যাপেনডিসাইটিস একটি অত্যন্ত সাধারণ সার্জিক্যাল সমস্যা। অ্যাপেনডিসাইটিস হলে প্রথমে নাভির চারপাশে ব্যথা করে। তারপর সেই ব্যথা তলপেটের ডান দিকে চলে যায়। ব্যথার সঙ্গে হালকা জ্বর ও বমি বমি ভাব থাকতে পারে। তলপেটের ডান দিকে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে। যেমন- কারও যদি প্রস্রাবের নালিতে পাথর থাকে, হঠাৎ করে গ্যাস্ট্রোএন্টারেটাইটিস্ট অর্থাৎ পেট খারাপ হয়।
নারীদের ক্ষেত্রে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি যদি হয়, অর্থাৎ কারও গর্ভধারণ যদি জরায়ুতে না হয়ে একটি নালিতে হয়ে যায়, বিশেষ করে ডান দিকের নালিতে যদি হয়; সে ক্ষেত্রেও তলপেটে হঠাৎ করে ব্যথা হতে পারে। কারও যদি ডান ওভারিতে ব্যথা হয়, তাহলেও তলপেটে ব্যথা হতে পারে।