​নিজস্ব সংবাদদাতাঃ যাঁরা নিয়মিত এই জাতীয় টিস্যু ব্যবহার করেন, তাঁদের ত্বক ক্রমশ রুক্ষ হয়ে যায়। তার কারণ এতে জীবাণু প্রতিরোধকারী এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। সেটি ত্বকের জন্য মোটেই ভাল নয়।
• এতে জীবাণু প্রতিরোধক এবং সুগন্ধী হিসেবে যে যে রাসায়নিক ব্যবহার করা হয়, তার অনেকগুলিই ত্বকের ক্ষতি করে। বিশেষ করে শিশুদের ত্বকে অ্যালার্জির সমস্যা হতে পারে এর কারণে।
• টিস্যু হলেও এই ‘ওয়েট টিস্যু’ কোনও ভাবেই কাগজ নয়। বরং এতে প্লাস্টিকের তন্তু থাকে। সেটি পরিবেশের জন্য তো বটেই, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।