/anm-bengali/media/post_banners/vZBKnzgbvfQXnDZo5m8P.jpg)
সংবাদদাতা, অন্ডাল: দোকানে চুরির ঘটনায় এলাকায় ছড়ালো চাঞ্চল্য। সোমবার ঘটনাটি ঘটে উখরা বাজারের মাধাইগঞ্জ রোডে একটি হার্ডওয়ার দোকানে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা সূত্রে জানা গেছে, রবিবার রাত্রিতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক অমিত কেসরী। সোমবার সকালে দোকান খুলে দেখেন ভিতরের জিনিসপত্র লন্ডভন্ড। ছাদের অ্যাসবেস্টাসের সিলিং-এর একাংশ ভাঙ্গা। ক্যাশ বাক্স থেকে উধাও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে দাবি অমিত বাবুর ও দোকানের কর্মচারী মনোজের। ছাদের অ্যাসবেস্টাসের সিলিং ভেঙ্গে দুষ্কৃতীরা দোকানের ভেতর ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে বলে ধারণা। এলাকার ব্যবসায়ী মহলের একাংশের ধারণা এই ঘটনা পূর্বপরিকল্পিত হলেও হতে পারে। কেননা প্রশ্ন উঠছে দোকানে শুধু ভগবান ভরসায় এতগুলো টাকা রাখা নিয়ে। তাছাড়াও দোকানদার কেনই বা রাত্রিবেলা দোকানের সিসিটিভি বন্ধ করে গিয়েছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখড়া ফাঁড়ির পুলিশ ও বণিকসভার আধিকারিকেরা। উখরা চেম্বার অফ কমার্সের সাংগঠনিক সম্পাদক তারিক শামিম সিদ্দিকী জানান, পুজোর সময় এলাকায় চুরির ঘটনা বাড়ে, তাই পুলিশ প্রশাসনের একটু বেশি নজরদারি চালানো উচিত। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানায় পুলিশ। তবে একটা দোকানে কেন এতগুলো টাকা রেখে দোকান মালিক বাড়ি গেল? কেনই বা দোকানের সিসিটিভি বন্ধ রাখা হয়েছিল? সব বিষয় খতিয়ে দেখছে অন্ডাল থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us