​নিজস্ব সংবাদদাতাঃ ভোট পরবর্তী হিংসা মামলায় এখনই তদন্তের ইতি হবে না। কলকাতা হাই কোর্টে মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সরণ ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে। এই মামলায় এখনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না আদালত। অতএব ভোট পরবর্তী হিংসা ঘটনাগুলির তদন্ত এখনও চলবে।