New Update
/anm-bengali/media/post_banners/H4miYlhbnLcpq8j5OqL8.jpg)
রাহুল পাসোয়ান, সালানপুর: সালানপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় রমরমিয়ে চলছে বাইক চুরি।
রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া তিনটি বাইক সহ এক চোরকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টা নাগাদ বারাবনি থানার মদনপুর এলাকা থেকে তিনটি মোটর সাইকেল সহ এক জন দুষ্কৃতীকে আটক করা হয়। দুটি হিরো গ্ল্যামার বাইক ও একটি হোন্ডা সাইন বাইক পাওয়া যায় ওই যুবকের কাছে থেকে। যুবকের নাম জানা যায় এসকে সামিউল। তাকে আটক করে তিনদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us