​নিজস্ব সংবাদদাতাঃ সাংবাদিকদের বুম এর সামনে গুলি ধরা। আর অন্যদিকে, জবাব দিচ্ছেন একের পর এক প্রশ্নের। তবে তিনি কে, সেটা বোঝাই দায়, কারণ মাথা থেকে পা অবধি সর্বাঙ্গই কালো কাপড়ে ঢাকা তাঁর। তালিবান রাজে এভাবেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে দেখা গেল এক আফগান মহিলাকে (Afghan Women)। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি (Viral Picture)। প্রশ্ন উঠছে নারী স্বাধীনতা বলতে কি এর কথাই বুঝিয়েছিল তালিবানরা।