সমুদ্র থেকে উঠে এল অদ্ভুত দর্শন পিগ ফিশ

author-image
Harmeet
New Update
সমুদ্র থেকে উঠে এল অদ্ভুত দর্শন পিগ ফিশ

​নিজস্ব সংবাদদাতাঃ দেহের আকার-আকৃতি হাঙরের মতো। আর মুখের আদল নাকি শুয়োরের মতো। সম্প্রতি এমনই এক অদ্ভুত দর্শন মাছের সন্ধান পেয়েছেন একদল ইতালীয় নাবিক। জানা গিয়েছে, ইতালির দ্বীপ এলবা- তে রয়েছে Portoferraio শহর। সেখানেই রয়েছে Darsena Medicea। এই অঞ্চলের জলের উপর ভাসতে দেখা গিয়েছিল এই ভীষণ দর্শন মাছটিকে। নাবিকদের নজরে আসতেই তাঁরা বুঝতে পারেন যে এই মাছ দেখতে আর পাঁচটি সাধারণ মাছের তুলনায় একেবারেই আলাদা। সঙ্গে সঙ্গেই ভেসেল থেকে জলে ভাসতে থাকা ওই অদ্ভুত মাছটিকে ধরার পরিকল্পনা করেন ইতালীয় নাবিকের দল। ধরার পরে দেখা যায় যে এই মাছটির মুখের আদল, আকৃতি শুয়োরের মতো। আর দেহটা হাঙর মাছের মতো।