মাথায় সোনার চুল লাগিয়ে ভাইরাল এই মেক্সিকান র‍্যাপার

author-image
Harmeet
New Update
মাথায় সোনার চুল লাগিয়ে ভাইরাল এই মেক্সিকান র‍্যাপার

নিজস্ব সংবাদদাতাঃ হেয়ার এক্সটেনশন থেকে শুরু করে নানা ভাবে চুলে রঙ করা কিংবা কালারিং উইগ অর্থাৎ রঙিন পরচুলা পড়তে অনেককেই দেখা যায়। কিন্তু তা বলে সোনার চুল! নাহ সোনালি রঙের চুল ভেবে ভুল করবেন না। এই চুল আক্ষরিক অর্থেই সোনার। বিষয়টা ঠিক কী রকম? মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পে সোনার চেন লাগিয়েছেন এক মেক্সিকান র‍্যাপার। অস্ত্রোপচার করে ওই সমস্ত গোল্ড চেন লাগানো হয়েছে মেক্সিকোর র‍্যাপার Dan Sur- এর মাথায়। সম্প্রতি একটি মিউজিক ভিডিয়োতে ওই নতুন এবং বেশ কিছুটা অদ্ভুত রূপে দেখা গিয়েছে এই র‍্যাপারকে।