New Update
/anm-bengali/media/post_banners/DcYeIr3mmNU2rENAt68g.jpg)
সুদীপ ব্যানার্জী, কার্শিয়াং: নতুন দল গঠনের পর রবিবার প্রথম নিজের এলাকা কার্শিয়াং পরিদর্শন করলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা। এদিন কার্শিয়াং শহরে অনীত পৌঁছোতেই প্রচুর দলীয় কর্মী-সমর্থক রাস্তায় দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। অনীতের সঙ্গে এদিন দলের প্রথম সারির নেতা অমর লামা সহ অন্যরা ছিলেন। অনীত জানিয়েছেন, সোমবার দলের প্রথম কেন্দ্রীয় কমিটির বৈঠক বসছে। সেখানেই দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।গত বৃহস্পতিবার দার্জিলিংয়ে দল গঠন করেছেন অনীত। মাঝে দু’দিন দার্জিলিংয়ে কাটিয়ে এদিনই কার্সিয়াংয়ে ফেরেন তিনি। আবার সোমবারই তিনি দার্জিলিং যাবেন কেন্দ্রীয় কমিটির বৈঠকের জন্য। অনীত দলকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবেন, দলকে কতটা শক্তিশালী করতে পারবেন সেদিকেই নজর রয়েছে গোটা পাহাড়ের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us