New Update
/anm-bengali/media/post_banners/uF5EQFyfX4hFfLinMNYa.jpg)
নিজস্ব প্রতিনিধি, ডেবরাঃ ২০২০ সালে ডেবরা পঞ্চায়েত সমিতির অর্থানুকুল্যে তৈরী হওয়া শৌচালয়ের বেহাল দশা। উদাসীন প্রশাসন। এই ধরনের ছবি উঠে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের টাবাগেড়্যা বাজারে সামাজিক শৌচালয় তৈরী হয়েছিল ২০২০ সালে। বছর ঘুরতে না ঘুরতেই সেই শৌচালয়ের বেহাল দশা। দরজা ভাঙা এবং নোংরা আবর্জনায় ভর্তি হয়ে গিয়েছে। কোনো জলের ব্যাবস্থাও নেই। যা নিয়ে মুখ খুলেছে স্থানীয় মানুষজন। তাদের দাবী, 'দীর্ঘদিন ধরেই এই এলাকায় ভালো শৌচালয় ছিল না। যদিও হলো তা বেহাল। আমরা চাই দ্রুত এটি সংস্কার করা হোক।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us