বিতর্কে যোগী আদিত্যনাথের উন্নয়ন বিজ্ঞাপন! কী 'সাফাই' দিল বিজেপি?

author-image
Harmeet
New Update
বিতর্কে যোগী আদিত্যনাথের উন্নয়ন বিজ্ঞাপন! কী 'সাফাই' দিল বিজেপি?

নিজস্ব সংবাদদাতাঃ যোগী আদিত্যনাথের উন্নয়ন বিজ্ঞাপন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ফলে এবার ময়দানে নামল বিজেপি। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তৃণমূলকে পালটা আক্রমণ করে বলেন, 'উন্নয়নের সাক্ষ্য বহন করে যোগী সরকার। যোগী সরকারের অন্য রাজ্যের থেকে ধার করার প্রয়োজন নেই। যে রাজ্য নিজেই প্রশাসনিক অব্যবস্থায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে তাঁদের এতকিছু মানায় না।'