/anm-bengali/media/post_banners/6Xij3CI2pMe3XTHUGoWG.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের একামলিপুর গ্রামে দৈবকি নন্দন পাল নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের মিড ডে মিলের চাল চুরি করার অভিযোগ উঠল। জানা যায়, কুণ্ডু প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চাল স্কুলে না রেখে তার বাড়িতে নিয়ে চলে এসেছে প্রধান শিক্ষক। আর এই খবর জানতে পেরে এদিন ওই গ্রামের ছাত্র-ছাত্রীদের অভিবাবকরা অভিযুক্ত প্রধান শিক্ষকের বাড়ির কাছে গিয়ে চাল চুরির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়। পরে পঞ্চায়েত সদস্য উপস্থিত হলেও তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দাঁতন থানার পুলিশ এবং দৈবকি নন্দন পাল নামে ওই প্রধান শিক্ষককে আটক করে নিয়ে যায় তারা এবং চাপের মুখে তিনি বলেন, ‘এই চাল বাড়িতে মজুদ করা তার ভুল হয়েছে।’ জয়েন্ট বিডিও জানান তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us