নিজস্ব সংবাদদাতাঃ ভারত বনাম ইংল্যান্ড শেষ টেস্ট ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। তাই ভারতীয় দলে চেন্নাই সুপার কিংসের যে তিনজন প্লেয়ার ছিলেন, অর্থাৎ চেতেশ্বর পূজারা, শার্দূল ঠাকুর এবং রবীন্দ্র জাদেজা- তিনজনই শনিবারের মধ্যে দুবাই পৌঁছে যাবেন। সিএসকের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, শনিবারের মধ্যেই দুবাই পৌঁছে যাবেন এই তিন তারকা ক্রিকেটার। তারপর ৬ দিনের নিভৃতবাস পর্ব সম্পূর্ণ করে দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন।