নিজস্ব সংবাদদাতাঃ শনিবার রাত থেকেই একে একে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে যাবেন ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে দু’দলের স্কোয়াডে থাকা আইপিএলে অংশগ্রহণকারী ক্রিকেটারেরা, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এমনটাই। বিভিন্ন চার্টার বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব যাতে প্লেয়ারদের মরুশহরে নিয়ে আসা যায় তার ব্যবস্থা করছে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।