নিজস্ব সংবাদদাতাঃ যাদের নতুন বিয়ে হয়েছে তাঁদের কাছে মধুচন্দ্রিমা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মধুচন্দ্রিমার প্ল্যান করলে আপনার হাতের কাছে রয়েছে সেরা ৩ টি জায়গা। পাহাড় পছন্দ করলে যেতে পারেন সিকিম, সমুদ্র পছন্দ করলে যেতে পারেন গোপালপুর এবং জঙ্গল পছন্দ করলে যেতে পারেন চিলাপাতা ফরেস্টে।