New Update
/anm-bengali/media/post_banners/b1GjKBsVpnsUXnbnmzEV.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর:দুর্গাপুর নগর নিগমের ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুরুলিয়া ডাঙার মিলনপল্লী এলাকায় আজ ভোর থেকে রায় পুকুরটি ভরাটের অভিযোগ উঠল৷ ঘটনাস্থলে সংবাদমাধ্যাম ক্যামেরা পৌঁছালে ঘটনাস্থলে থাকা দুটি জেসিবি চম্পট দেয়। খোদ মেয়রের ওয়ার্ডে দিনেদুপুরে কীভাবে পুকুর ভরাট করা হচ্ছে? কাদেরই বা মদত রয়েছে উঠছে প্রশ্ন।
ব্যবস্থা গ্রহণের আশ্বাস মেয়র ও মহকুমাশাসকের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us