/anm-bengali/media/post_banners/9qck60MIF1YAFUS9fFsu.jpg)
হরি ঘোষ, পশ্চিম বর্ধমান:আধার কার্ড তৈরিতে কখনো ৫০০ টাকা কখনো ১০০০ টাকা, নাম সংশোধনে ৫০০ টাকা, মোবাইল নাম্বার যোগ করতে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ গৌড়বাজারের অধীর বাউড়ির বিরুদ্ধে। ওই এলাকায় রয়েছে জেরক্স-এর দোকান, তার ঠিক পেছনেই তৈরি হয়েছে অফিস। সেই অফিসে কাজ করছে বেশ কয়েকজন। শুক্রবার সরকারি নির্ধারিত টাকার থেকেও অনেক টাকা বেশি নেওয়ার কথা জানতে পেরে সাংবাদিকরা সেখানে পৌঁছায়। ক্যামেরা দেখতেই আধার কার্ড তৈরির কাজ বন্ধ করে দেয় ওই ব্যক্তি। সমস্ত সরকারি পরিষেবার জন্য আধার কার্ড বাধ্যতামূলক। ঠিক এই সুযোগ নিয়েই অধিক টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। খবর পাওয়া মাত্রই অভিযান চালান দুর্গাপুর ফরিদপুর ব্লকের যুগ্ম ব্লক আধিকারিক প্রসেনজিৎ সামন্ত। তিনি অভিযুক্ত অধীর বাউরীর কাছ থেকে মুচলেখা লিখে নিয়ে যান। সরকারি নির্ধারিত টাকা নিয়ে তিনি আধার কার্ড তৈরি করতে পারেন, অধিক টাকা নিয়ে তিনি কোন মতেই আধার কার্ড তৈরি করতে পারেন না বলেও তিনি সাফ জানিয়ে দেন। বেশি টাকা নেওয়ার অভিযোগে শুক্রবার তার দোকান বন্ধ করে দেয় যুগ্ম বিডিও। সরকারি নির্ধারিত টাকা নিয়ে তিনি আধার কার্ড তৈরি করবেন বলে জানান অধীর বাউরী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us