নিউ নর্মালে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে জাঁকজমক করেই পুজো টালা পার্ক প্রত্যয়ে

author-image
Harmeet
New Update
নিউ নর্মালে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে জাঁকজমক করেই পুজো টালা পার্ক প্রত্যয়ে

​নিজস্ব সংবাদদাতাঃ নিউ নর্মাল লাইফের সঙ্গে সামঞ্জস্য রাখতেই টালা পার্ক প্রত্যয়ে ধুমধাম করে উদযাপিত হচ্ছে এবারের দুর্গোৎসব। তবে অবশ্যই কোভিড বিধি পালন করে। টালা পার্কের এবারের পুজো ৯৬'তম বছরে পা দিচ্ছে। করোনায় কাজহারা হয়েছে সহস্র খেটে খাওয়া মানুষ। তাদের কিছু জনের মুখেও যাতে দুবেলার অন্ন তুলে দিতে পারে, সেইভেবেই জাঁকজমক করে হচ্ছে পুজো। পুজোয় প্যান্ডেল কর্মী থেকে শুরু করে ছোটখাটো কাজে বেশি সংখ্যক কর্মী নিয়োগ করছেন ক্লাব কর্মকর্তারা। যাতে ওই সকল দিন মজুরের সংসারে পুজোর দিন গুলিতে ভাতের অভাব না হয়।