কলেজ খোলার পূর্বেই জোরকদমে চলছে করোনার টিকাকরণ

author-image
New Update
কলেজ খোলার পূর্বেই জোরকদমে চলছে করোনার টিকাকরণ

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার:কলেজ খোলার পূর্বেই জোরকদমে চলছে করোনার টিকাকরণ প্রক্রিয়া। ইতিমধ্যে রাজ্য শিক্ষাদপ্তর থেকে ঘোষণা করা হয়েছে দুর্গাপুজোর পর থেকে খোলা হবে স্কুল এবং কলেজ, বিশ্ববিদ্যালয়। স্বাভাবিকভাবেই করোনা অতিমারিতে রাজ্য সরকার  কোনো রকম ঝুঁকি না নিয়েই ছাত্র-ছাত্রীদের  করোনার টিকা দেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের ৩০০ জন ছাত্রীকে করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে।  জেলায় এই প্রথম কোনো মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, "দুর্গাপুজোর পর থেকে কলেজ খোলার নির্দেশ এসেছে। স্বাভাবিক ভাবেই আমরা ছাত্রীদের অনলাইনের মাধ্যমে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। পরামর্শ অনুযায়ী ছাত্রীরা টিকা নিতে গেলেও কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। জেলা স্বাস্থ্য দপ্তরে জানানো হলে এরপর স্বাস্থ্য দপ্তর কলেজে ৩০০ জন ছাত্রীদের টিকা দেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণ করে।"