New Update
/anm-bengali/media/post_banners/kn6CBHe0d8aPBKHELQIG.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোল: গণেশ পুজায় কেদারনাথ মন্দিরের আদলে প্যান্ডেল বানিয়ে নজর কাড়ে ট্রাফিক টাইগার ক্লাব।
এবারের আসানসোলের ট্রাফিক টাইগার ক্লাবের পুজো 19 বছরে পড়েছে।
কমিটির সদস্যরা জানান, প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে এই পুজাতে যে প্যান্ডেল তৈরি হয়েছে, সেটি বাঁশের কঞ্চি, তুলা ও থার্মোকল ব্যবহার করে করা হয়েছে। গণেশ পূজা উপলক্ষে তিন দিন ধরে নানা সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
করোনা আবহে কোভিড বিধি মেনে এই পূজার আয়োজন করা হয়েছে বলে জানান উদ্দোক্তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us